রাজশাহীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ৪৬ হাজার

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (ফাইল ছবি)রাজশাহী জেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৫ হাজার ৬৫২ শিক্ষার্থী এবং ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ২১১ জন। রাজশাহীতে মোট ১১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রবিবার (১৮ নভেম্বর) থেকে দেশব্যাপী এই পরীক্ষা শুরু হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় পরীক্ষায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় এ বছর মোট ৪৫ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ২২ হাজার ৫৮ জন ও ছাত্রী ২৩ হাজার ৫৯৪ জন। আর ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ২১১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৪৮৩ জন ও ছাত্রী এক হাজার ৭২৮ জন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম বলেন, ‘প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’