প্রতীক পেয়েই প্রচারে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের প্রার্থীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রতীক পেয়েই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সোমবার সকালে জেলা রিটানিং কর্মকর্তা  ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক প্রতীক বরাদ্দ করেন। এরপরই তারা প্রচারে নেমে পড়েন।

প্রতীক পেয়ে উচ্ছ্বাসিত প্রার্থীরা। আর প্রতীক পাওয়ার পরপরই চাঁপাইনবাবগঞ্জে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। দুপুর থেকেই শহর ও গ্রামের অলিতে-গলিতে নেতাকর্মী ও সমর্থকদের  ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের পোস্টার টানানোর কাজে।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব প্রতীক পেলেন প্রার্থীরা তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), শাহজাহান মিঞা (ধানের শীষ), নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন) ও মনিরুল ইসলাম পেয়েছেন (হাতপাখা)।  

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে মুহাম্মদ জিয়াউর রহমান (নৌকা), আমিনুল ইসলাম (ধানের শীষ) ও ইব্রাহিম খলিল (হাতপাখা) এবং  চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আব্দুল ওদুদ (নৌকা), হারুনুর রশিদ হারুন (ধানের শীষ), নুরুল ইসলাম বুলবুল (আপেল), কামরুজ্জামান খান (টেলিভিশন),কাদের (হাতপাখা ) ও বাবলু হোসেন (গোলাপফুল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।