চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার গুলি ও গান পাওডার

চাঁপাইনবাবগঞ্জের  সীমান্তে এলাকা থেকে একটি পিস্তল, একটি ওয়ান সুটার গান, দুটি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও ৫ কেজি ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)।  মঙ্গলবার(১৯ ডিসেম্ববর) রাতে শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার  এ তথ্য নিশ্চিত করেছেন। 

৫৩ বিজিবি’র অধিনায়ক  লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন,  মাসুদপুর বিওপির  একটি টহল দল আর্ন্তজাতিক সীমানা পিলার ৪/৫  ও  ৪/৬ এর মাঝামাঝি  ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তারাপুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ভারত  থেকে  আসা  ৩ ব্যক্তি বাংলাদেশে ঢুকার চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের হাতে থাকা একটি ব্যাগ রেখে তারা পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ২শ’টাকা।

উদ্ধারকৃত অস্ত্র  ও  গোলাবারুদ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।