জয়পুরহাটে জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

49205149_267622797241996_6212127674870005760_nএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের দুটি আসনের প্রার্থীরা। তারা হলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে জাতীয় পার্টির প্রার্থী আ.স.ম মোক্তাদির তিতাস ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আবু ইউছুফ মো. খলিলুর রহমান।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আ.স.ম মোক্তাদির তিতাস। এ সময় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানান।

জয়পুরহাট শহরের থানা সংলগ্ন নিজস্ব ভবনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আবু ইউসুফ মো. খলিলুর রহমান।

পৃথকভাবে আয়োজিত দুটি সংবাদ সম্মেলনে ছিলেন জাতীয় পার্টি ও বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।