এ ভিসা সেন্টারের ইনচার্জ সুমন দাস ও সুপারভাইজার আতাউর হোসেন জানান, রবিবার সকাল ৮টায় বগুড়া ও ঠাকুরগাঁয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। বগুড়া কেন্দ্রে বগুড়া ছাড়াও জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার আবেদন নেওয়া হবে। এ সেন্টারে চারটি বুথ থাকলেও আপাতত তারা দুজন এসেছেন। শিগগিরই আরও কয়েকজন এখানে যোগদান করবেন।
তারা জানান, বগুড়ার ভিসা আবেদন সেন্টারটি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ হবে। এখানে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন ভিসা দেওয়া হবে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস খোলা থাকবে। দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ, ২টা থেকে ৩টা পর্যন্ত ভিসা ডেলিভারি এবং অবশিষ্ট সময়ে অন্যান্য কার্যক্রম চলবে। ৩ শতাংশ ট্যাক্সসহ ৮৩০ টাকা নেওয়া হচ্ছে। আবেদন ফরমের মূল্য ২০০ টাকা। এ টাকা কেন্দ্রের বাইরে ব্যাংকে জমা দিতে হয়। প্রথমদিন প্রায় ৪০টি আবেদন পড়েছে। তবে সার্ভার সমস্যার কারণে কাজে কিছুটা বিলম্ব ঘটে।
কর্মকর্তারা আরও জানান, আবেদন গ্রহণ করার পর এসব রাজশাহী অফিসে পাঠানো হবে। তারা আশা করেন, ৮ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ভিসা দেওয়া সম্ভব হবে। আগামী ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও সাতক্ষীরা জেলার সেন্টারে একই সেবা দেওয়া শুরু হবে।