চাঁপাইনবাবগঞ্জে ভোটার উপস্থিতি কম

ভোটার শূন্য কেন্দ্রচাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম। তবে দু-একটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।   কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ আশেপাশের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি অত্যন্ত কম। এছাড়া নাচোল,ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম বলে জানা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নারী ভোটারদের লাইনতবে শিবগঞ্জ উপজেলার জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এই উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের বাড়ি এই এলাকায় হওয়ায় ভোটার উপস্থিতি বেশি বলে জানান কর্মকর্তারা।

ভোটারদের লাইন

সকাল ১০টা পর্যন্ত চার উপজেলাতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রাইটকার নিয়ে এলাকায় টহল দিচ্ছে। এবারের নির্বাচনে চার উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

আরও পড়ুন:

দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট