৬ দফা দাবিতে পাবিপ্রবি’র কর্মকর্তাদের কর্মবিরতি

কর্মকর্তরা কর্মবিরতি পালন করেছে

ছয় দফা দাবিতে কর্মবিরতি  পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।পরে দুপুরের দিকে কর্তাকর্তারা উপাচার্য বরাবর স্মারক লিপি দেন।

৬ দফা দবিগুলোর মধ্যে রয়েছে, ১. কর্মকর্তা নিয়োগবিধি (এমপিকিউ) সংশোধন করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, ২. এডহক, মাস্টার রোলে কর্মরত কর্মকর্তাদের অতিদ্রুত সময়ে স্থায়ী করণ, ৩. কর্মকর্তা নীতিমালা অনুচ্ছেদ ৩ এর ৩.২ ধারা সংশোধন, ৪. কর্মচারী-কর্মকর্তাদের ভর্তি পরীক্ষার সন্মানী ৪০ শতাংশ অদ্য অফিস চলাকালীন সময়ে সমাধান, ৫. এডহক-এ কর্মরত কর্মকর্তাদের চাকরি স্থায়ী করণের দিন থেকে সব ধরণের আর্থিক পাওনা প্রদান করতে হবে ও পেনশনের ক্ষেত্রে এডহক সময় গণনা করতে হবে, ৬. কর্মকর্তাদের আপগ্রেডেশন জনিত সমস্যা আগামি ৭ কর্ম দিবসের মধ্যে সমাধান করতে হবে।

পাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আগামী ২ কর্মদিবসের মধ্যে সব বিষয়ে (৪ নং ব্যতিত) ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’