জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৪৩২ শিক্ষার্থী


রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার ২১৪ জন মেধাক্রম অনুসারে (ট্যালেন্টপুল) এবং চার হাজার ২২১ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক জানান, এবার সাত হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বৃত্তির মেয়াদ থাকবে আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।

তিনি আরও জানান, বৃত্তি পাওয়া সাত হাজার ৪৩২ জনের মধ্যে মেধাবৃত্তি পেয়েছে তিন হাজার ২১৪ জন, সাধারণ বৃত্তি পেয়েছে চার হাজার ২২১ জন শিক্ষার্থী।

তিনি জানান, জেএসসিতে এবার পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিল দুই লাখ ৫৩ হাজার ২২১ জন। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।