ভিজিডির চাল বিক্রির মামলায় চেয়ারম্যানের জেল

বগুড়াবগুড়ার সারিয়াকান্দিতে ১৭০ বস্তা ভিজিডির (ভার্নারেবল গ্রুপ ডেভলপমেন্ট) চাল বিক্রির মামলায় কাজলা ইউনিয়ন চেয়ারম্যান রাশেদ মোশাররফকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি সোমবার (১৭ জুন) বিকালে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক নরেশ চন্দ্র সরকার তার আবেদন নামঞ্জুর করেন। পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সারিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আকতার ও অন্যরা জানান, কাজলা ইউনিয়নের ৪৪০ জন ভিজিডি কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন। ১৫ এপ্রিল সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ সরকার সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণের জন্য উপজেলা খাদ্য গুদাম থেকে ৪৪০ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল উত্তোলন করেন। এর মধ্যে ১৭০ বস্তা চাল স্থানীয় দুই ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগ ওঠে। ওইদিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ হিন্দুকান্দি এলাকায় অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী নজীর উদ্দিন ও জয়নাল আবেদীনের গুদাম থেকে ভিজিডির ১৭০ বস্তা চাল জব্দ করেন। পরে পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর চেয়ারম্যান রাশেদ হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন লাভ করেন। তিনি উচ্চ আদালতের নির্দেশে সোমবার বিকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।