মাগুরায় বিচারপতির বাড়িতে ডাকাতি

বিচারপতি খায়রুল আলমের মাগুরার বেলনগরের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা কমপক্ষে ২২ ভরি স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান ওই পরিবারের সদস্যরা। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম এ কথা জানান।

বিচারপতির ছোট ভাই আশরাফুল আলম শিমুল জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। পরে তারা পরিবারের সদস্যদের রাম দাসহ ধারালো অস্ত্রের মুখে বেঁধে রেখে তার চাচা খায়রুল আলমের ঘর থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ২০ হাজার টাকা লুট করে। পরে তারা আশরাফুল আলমের ঘরে ঢুকে তাকে বেঁধে রেখে ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের মুখ বাঁধা ছিল।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ভোরেই পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করেছি। মামলা দায়েরের পর আসামিদের খুঁজে বের করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।’