বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

বগুড়াবগুড়ার শাজাহানপুর ও সদরে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।  ‍শুক্রবার (১২ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়নের টেংগামাগুর হরিণগাড়ি গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে স্বপন চন্দ্র মালি (৪৫) ও সোনাতলার হুয়াকুয়া গ্রামের সাহাজুল ইসলাম সাজুর ছেলে ওমর ফারুক (২৪)।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার এসআই ফারুক জানান,  ট্রাক দুটি শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দুই থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া সদরের এরুলিয়া থেকে একটি বরযাত্রীবাহী বাস ধুনটে কনের বাড়িতে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে বাসটি গ্যাস নেওয়ার জন্য বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় সিএনজি স্টেশনে থামানো হয়। এ সময় বরের দাদা স্বপন চন্দ্র মালি প্রকৃতির ডাকে সাড়া দিতে মহাসড়ক পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক শনাক্ত করা যায়নি।

অন্যদিকে ভিশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিবগঞ্জ কার্যালয়ে কাজ শেষে মোটরসাইকেলে সোনাতলার বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বগুড়া সদরের গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পৌঁছান। মহাসড়কে খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তখন ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।