রাজশাহীতে ৩৫ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

রাজশাহী শিক্ষা বোর্ডকাঙ্ক্ষিত ফল না পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণের জন্য ১৩ হাজার ৮২ জন শিক্ষার্থী আবেদন করেছে। তারা ৩৪ হাজার ৭১৫টি খাতা চ্যালেঞ্জ করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক জানান, এবছর বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছে ইংরেজির দুই বিষয়ে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে আবেদন পড়েছে ৫ হাজার ২৬২টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য। আর ইংরেজি দ্বিতীয়পত্রে ৪ হাজার ৬২২টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। আগামী ১০ আগস্ট এর ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৬.৩৮ শতাংশ।