দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী আবদুর রহিম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুর রহিম কাহালু উপজেলার বীরকেদার মন্ডলপাড়ার মৃত কুড়ানু তালুকদারের ছেলে। তিনি মুরগির খাদ্য ও চাতাল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে আবদুর রহিম ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। মিনি ট্রাক স্ট্যান্ডের সামনে পৌঁছালে নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী ফতেহ আলী পরিবহনের একটি বাস রহিমের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা দিলে তা গ্রহণ করা হবে।’