পোরশা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁনওগাঁর পোরশা সীমান্ত থেকে মোসাহাক আলী (২৭) নাকের এক বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোরশার আরএস-২৩০/২৩১নম্বর পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। মোসাহাক আলী নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

মোসাহাক আলীর বাবা ইমাম হোসেন জানান, ‘বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোসাহাক আলীসহ কয়েকজন আরএস-২৩০/২৩১নম্বর পিলার দিয়ে গরু আনতে ভারতে যায়। ভারত থেকে ফেরার পথে শুক্রবার ভোরে আড়াগাছী-ক্যাদারিপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফের দায়িত্বরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মোসাহাক আলীকে আটক করা হয়।’

নিতপুর বিজিবি-১৬ ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। কয়েকজন ফোন দিয়ে এ ব্যাপারে আমাকে অবগত করেছে।’