৪৭ বস্তা চাল জব্দ, কলেজছাত্রকে জরিমানা

১০ টাকা কেজি দরের ৪৭ বস্তা চালবগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম সাইফুল ইসলাম সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার কৈচড় বাজার থেকে চালগুলো জব্দ করেন। এ সময় ক্রেতা পালিয়ে গেলে তাকে সহযোগিতার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম তাকে দুইশ টাকা জরিমানা করেন।

খাদ্য বিভাগ ও পুলিশ জানায়, সোমবার জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে সেপ্টেম্বর মাসের ৩০ কেজি করে চাল দেওয়া হয়। বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নে কেনা চাল অনেক হতদরিদ্র বেশি দামে বিক্রি করে দেন। বিকালে কৈচড় বাজারে চাল বিক্রির খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেখানে অভিযান চালান। ক্রেতা পালিয়ে গেলে সেখান থেকে ৪৭ বস্তা চাল জব্দ করা হয়। ওই ক্রেতাকে সহযোগিতার অভিযোগে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এক ছাত্রকে আটক করা হয়।

খাদ্য নিয়ন্ত্রণ একেএম সাইফুল ইসলাম জানান, জব্দ করা চালগুলো নিলামে বিক্রির জন্য সদর খাদ্য কর্মকর্তা মনিরুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।