এজাহারে উল্লেখ করা হয়েছে, বালুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় ৪ শতক জায়গায় ১০টি দোকান ঘর রয়েছে বাবলার। ঘরগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া আছে। শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পাঁচটি দোকান ভাঙচুর ও দু’টি দোকানে লুটপাট করে। এজন্য বাবলা রুহুল আমিনসহ ৩৪-৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে তার অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বাবলা রুহুল আমিন, রেজাউল করিম রেজা মেম্বার, সাজু মেম্বারসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আসামিরা তার প্রতিষ্ঠানে দু’দফা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
ওসি বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
বিএনপি নেতার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে