নওগাঁয় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী ও নৈশপ্রহরী আটক

পুলিশ হেফাজতে অফিস সহকারী ও নৈশপ্রহরী

নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারী ও নৈশপ্রহরীকে আটক করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন সময় ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে এলাকাবাসী দুদকের হটলাইনে (১০৬ নম্বর) অভিযোগ করে। অভিযোগের কারণে বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক আল-আমিনসহ দুদক টিম ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়। এ সময় ঘুষ ও অনিয়মের ২৮ হাজার ৮৮৫ টাকাসহ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী রেজাউল ইসলাম (৫০) ও নৈশপ্রহরী এনামুল হককে (৪০) আটক করে।

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম  বলেন, ‘বুধবার ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২১টি দলিল সম্পন্ন হয়। এ কাজে সরকারি ফি বাবদ জমা থাকার কথা ৯ হাজার ৪৮৫ টাকা। কিন্তু সেখানে সরকারি ফি বাদে অতিরিক্ত ২৮ হাজার ৮৮৫ টাকা পাওয়া যায়। অফিস সহকারী ও নৈশপ্রহরী অনিয়মের মাধ্যমে এই অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন বলে স্বীকার করেন। সাব-রেজিস্ট্রারকেও আমরা নজরদারিতে রেখেছি। তদন্তে জড়িত পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।’