চৌহালী থানার বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক বিক্রেতাদের ছেড়ে দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জসিরাজগঞ্জে চৌহালী থানা পুলিশের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক বিক্রেতাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি সংসদ সদস্যের কাছে ওমারপুর ইউনিয়নবাসী এই অভিযোগ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ওমারপুর ও বাগুটিয়া ইউনিয়নের দুর্গম চরে ইয়াবাসহ নানা ধরনের মাদক বেচাকেনা হয়। চৌহালী থানা পুলিশের কাছে বারবার অভিযোগ দিয়েও প্রতিকার পাননি তারা।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী জানান, চৌহালীর দুর্গম যমুনার চরে মাদক বেচাকেনা হয়, চৌহালী থানা পুলিশ জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না।

অভিযোগ অস্বীকার করে চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বুধবার বিকালে বলেন, ‘এমপি সাহেবের কাছে ওমারপুর ইউনিয়নবাসীর দেওয়া অভিযোগের বিষয়ে আমি অবগত নই। কয়েকজন ইয়াবা বিক্রেতাকে ধরে জেলহাজতে পাঠানো হয়েছে। ওমারপুর ইউনিয়নের শৈলজানার পাশের পাবনা ও মানিকগঞ্জ জেলার সীমানা রয়েছে। যমুনার দুর্গম চরে পুলিশের অভিযানের খবর পেয়ে মাদক ক্রেতা-বিক্রেরা আগে থেকেই আত্মগোপনে চলে যায়। তারপরও আমাদের সাধ্যমতো অভিযান অব্যাহত রয়েছে।’

এই প্রসঙ্গে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেন, ‘চরবাসীর অভিযোগ পেয়ে চৌহালীকে মাদকমুক্ত করতে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’