শেরপুরে শিশু হত্যার ঘটনায় প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

শিশু আশিকুর রহমান আশিক (ছবি– প্রতিনিধি)

বগুড়ার শেরপুরে ধর্ষণে বাধা দেওয়ায় তৃতীয় শ্রেণির (৮) ছাত্র আশিকুর রহমান আশিককে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি সিয়াম আহম্মেদ তুহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেয় সে।

এ তথ্য নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, জবানবন্দি রেকর্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে বগুড়ার জেল সুপারের মাধ্যমে যশোরের পুলেরহাটে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া, তার বাবা সুরুজ্জামান, মা হামিদা পারভিন ও ভাই সোহাগকে বগুড়া কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে এদিন দুপুরে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সিয়াম আহম্মেদ তুহিন জানিয়েছে, বলাৎকারে বাধা পেয়ে প্রতিবেশী শিশু আশিকুর রহমান আশিককে হাত-পা বেঁধে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে সে। লাশ গুম করতে তা বস্তায় ভরে খাটের নিচে রাখা হয়। আর এ কাজে তাকে সহযোগিতা করেন তার বাবা, মা ও বড় ভাই।’

গতকাল বুধবার বিকাল ৩টার দিকে শিশু আশিক নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে এদিন সন্ধ্যার দিকে তুহিনদের বাড়ির একটি ঘরে খাটের নিচে আশিকের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে আশিকের লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য তুহিন, তার বাবা সুরুজ্জামান, মা হামিদা পারভিন ও ভাই সোহাগকে থানায় নিয়ে যায় পুলিশ।