অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় পাঁচ শিক্ষার্থী গ্রেফতার

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে রাস্তা থেকে ধরে নিয়ে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করছেন।

গ্রেফতার ছাত্ররা হলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাফি শাহরিয়ার (২৩), সোহেল রানা (২২), বাঁধন রায় (২০), আরিফুল ইসলাম (২৩) ও মেহেদী হাসান রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে পলিটেকনিকের ২৫ ছাত্রকে আটক করা হয়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে তাদের মধ্যে পাঁচ জনকে সনাক্ত করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ, শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় শনিবার রাতে অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ ৫০ জনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন।