রাবিতে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেনকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে সোহরাব নিজে বাদী হয়ে মতিহার থানায় এ মামলা করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সোহরাব তিন জনকে আসামি করে মতিহার থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এজহারভুক্ত আসামিরা হলেন- আসিফ লাক, হুমায়ন কবির নাহিদ ও রবিন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সোহরাবকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে জোহা হলে ছাত্রলীগকর্মী আসিফ ও হুমায়ন কবির নাহিদের নেতৃত্ব কয়েকজন সোহরাব মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। বর্তমানে সোহরাব রাজশাহী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।