যমুনায় ধরা পড়লো ৬৫ কেজি ওজনের বাঘাইড়

যমনায় ধরা পড়া বাঘাইড়

বগুড়ায় যমুনা নদীতে ৬৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২০ নভেম্বর) সকালে বিক্রির জন্য আনা হয়। পরে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

মাছ বিক্রেতা ইসমাইল হোসেন জানান, ‘দাম ভালো পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে এসেছি। ৭৫ হাজার টাকায় বিক্রি করতে চেয়েছি। ক্রেতা না পাওয়ায় কেটে কেজি হিসেবে বিক্রি করেছি।’

এরশাদ হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘দাম বেশি হলেও এত বড় মাছের দুই কেজি কিনতে পেরে আমি খুশি।’

বগুড়ার ধুনটের গোসাইবাড়ি এলাকার জেলেরা মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে যমুনা নদী থেকে বাঘাইড় মাছটি ধরেন। পরে পাইকারি বিক্রেতা ইসমাইল হোসেন মাছটি কিনে নেন। পরে তিনি ৭৫ হাজার টাকা দাম হাঁকান। ক্রেতারা সর্বোচ্চ ৫০ হাজার টাকা বলেন। পরে কেটে কেজি এক হাজার ৫০ টাকা দরে ৬৮ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।