শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন




বগুড়ার সারিয়াকান্দিতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাহেল ওরফে রায়হানকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম ফজলুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আদালতের স্পেশাল পিপি নরেশ মুখার্জী জানান, অল্প সময়ে ধর্ষণ মামলার কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আসামি পক্ষে অ্যাডভোকেট জাকিউল আলম সোহেল মামলাটি পরিচালনা করেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ জুন সারিয়াকান্দির কুপতলা আদর্শপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুর বাবা অটোভ্যান চালাতে ও মা চাতালে কাজ করতে চলে গেলে প্রতিবেশী মিন্টু মিয়ার ছেলে রাহেল ওরফে রায়হান শিশুটিকে ধর্ষণ করে। পরে ওইদিন বিকালে শিশুর বাবা সারিয়াকান্দি থানায় রায়হানের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার ওসি এনায়েতুর রহমান ওই বছরের ২ সেপ্টেম্বর আদালতে রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।