মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ৩


দুর্ঘটনা কবলিত বাসমোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দের ঢাকা-রাজশাহী মহাসড়কের তালুকদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন (২৭)। তিনি গাইবান্ধার সাঘাটার শিমুলবাড়িয়ার রাশেদুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় তার চাচাতো ভাই আব্দুল মোমিনসহ ২০ বাস যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনা কবলিত বাস
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণে যান চলাচল বিঘ্নিত হয়। দুপুর দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওসি।