নওগাঁয় ৬৯৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে





করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁয় ৬৯৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।







সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ‌‌‌‌গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ১৩২০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাদের মধ্যে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পর্যন্ত ৬২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সুস্থ রয়েছেন। বর্তমানে ৬৯৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।