বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

বগুড়াবগুড়ার গাবতলীর দুর্গাহাটা ও শেরপুরের হাজিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি রবিবার (২৯ মার্চ) সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এ তথ্য জানান।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রবিবার ভোর ৫টার দিকে শেরপুরের হাজিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মিনি ট্রাকের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ভেতরে আটকা পড়েন চালক (২৫)। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ৭টার দিকে তিনি মারা যান। আহত অপর ট্রাকের চালক ও হেলপারকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সারিয়াকান্দির দক্ষিণ হিন্দুকান্দি গ্রামেআলহাজ ফকির (৫৫)২৪ মার্চ বিকালে গাবতলী থেকে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। দুর্গাহাটা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। এসময় মাথায় আঘাত পান তিনি। পরে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে তিনি মারা যান।