করোনা নিয়ে গুজব ছড়ানোয় কলেজ শিক্ষক গ্রেফতার

করোনাভাইরাসনওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জাকিরুল ইসলাম (৪২) আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের উকিল পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জাকিরুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার জানান, গতকাল রবিবার (৫ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে একটি ইউটিউব লিংক শেয়ার করেন ওই শিক্ষক। সেই ভিডিওতে দেখানো হয় লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা, মেয়ে, ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে। এমন একটি ভুয়া ভিডিও প্রচারের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জাকিরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।