১৮শ' পুলিশের রেশন পাচ্ছে অসহায় পরিবার

অসহায় পরিবারকে ত্রাণ দিচ্ছে পাবনা জেলা পুলিশপাবনা জেলা পুলিশের ১৮শ' সদস্যের মাসিক রেশন করোনাদুর্গত মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে। জেলা পুলিশের সদস্যরা নিজ নিজ উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করছেন।

গত শুক্রবার পাবনার চাটমোহর ও ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে ৪৫০ পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এ কার্যক্রম অন্য থানাগুলোতেও অব্যাহত রয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন জানান, থানার স্টাফরা নিজ উদ্যোগে মাসিক রেশন ও নিজস্ব অর্থায়নে করোনাদুর্গত অসহায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, তেল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজ দিয়েছেন। অপরদিকে একই দিনে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে ৪৫০ অসহায় মানুষের খাদ্য সহায়তা দেওয়া হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, 'পাবনার ১১ থানাসহ বিভিন্ন ফাঁড়ির পুলিশ এক হাজার ৮০০ পুলিশ সদস্য তাদের রেশন করোনা দুর্যোগের কবলে পড়া মানুষের মাঝে বিতরণ করছেন। এ কার্যক্রমে জেলা পুলিশ একাত্মতা প্রকাশ করেছে।’