রাজশাহীতে না আসার অনুরোধ ডিসির

রাজশাহীর ডিসির দেওয়া স্ট্যাটাস



ব্যক্তিগত গাড়িতে করে ঈদে রাজশাহীতে না ফেরার অনুরোধ জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানন।

স্ট্যাটাসে হামিদুল হক বলেছেন,  ‘প্রাইভেট গাড়ি নিয়ে ঢাকার বাইরের জেলায় আসা যাওয়ার কোনও সরকারি সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই কাউকে রাজশাহীতে না আসার অনুরোধ করা হলো।’
ঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি যাওয়া যাবে–এমন নির্দেশনার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেটকার এবং মাইক্রোবাস ভাড়া করে মানুষ রাজশাহীতে আসছেন। ট্রাকে গাদাগাদি করেও আসছেন প্রচুর মানুষ।
জেলা প্রশাসকের এ স্ট্যাটাসের পর অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে যারা ব্যক্তিগত গাড়ি কিংবা রেন্টে কারে ভাড়া করে চলে এসেছেন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা। জবাবে ডিসি বলেছেন, তাদের নাম ঠিকানা দেন।
রাশেদ খান নামের একজন মন্তব্য করেছেন, ‘স্যার, টিভিতে তো খবর প্রকাশ করা হলো,,,। তাহলে কী দিয়ে কি হলো বুঝলাম না।’

জবাবে জেলা প্রশাসক বলেন, এটি শুধু ঢাকা মহানগরীর জন্য।