করোনা পরিস্থিতিতে নেতাকর্মীদের সমাবেশ, বেলকুচি যুবলীগ কমিটি বিলুপ্ত

কমিটি বিলুপ্তের চিঠি


করোনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের বেলকুচিতে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ-সমাবেশ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে শুক্রবার (২৬ জুন) কমিটি বিলুপ্ত করা হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক এতথ্য জানিয়েছেন।

জানা গেছে, গ্রাম্য শালিস বৈঠকে মতানৈক্য নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকারসহ কতিপয় নেতাকর্মী বেলকুচিতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়ান। লতিফ বিশ্বাস ও তার ছেলেসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা করা হয়। লতিফ বিশ্বাসের গ্রেফতারের দাবিতে করেনা পরিস্থিতির মধ্যে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

একই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সুপার কার্যালয় থেকে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে রাতে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

করোনার মধ্যে যুবলীগের হাজারও নেতাকর্মীর সমাবেশ, ওসি প্রত্যাহার