কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়য়াকান্দির যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার (২৭ জুন) বিকালে যমুনার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বৃষ্টি ও উজানের পানিতে বাঙালি ও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার বিকালে যমুনার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন চরের নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ওইসব এলাকার ধান, পানসহ মৌসুমি ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বর্তমানে যমুনা নদীর কোথায় ভাঙন নেই। তবে বাঙালি নদীর কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। শনিবার বিকালে যমুনা নদীতে পানি ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।