বগুড়ায় একদিনে ৫০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসবগুড়ায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ১৬৮ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান

মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২০ জন। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে পজিটিভ হয়েছেন ৩০ জন। এ নিয়ে দু'টি ল্যাবে আক্রান্তের সংখ্যা ৫০ জন। এর মধ্যে ৩১ জন পুরুষ, ১৬ জন নারী ও তিন জন শিশু।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৩ জন, শেরপুরে চার জন, দুপচাঁচিয়ায় তিন জন, ধুনটে তিন জন, শাজাহানপুরে দু’জন, নন্দীগ্রামে দু’জন, গাবতলীতে একজন, শিবগঞ্জে একজন এবং কাহালুতে একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন তিন হাজার ৫৫১ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫২৫ জন। মারা গেছেন ৬৫ জন। হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৬১ জন।