আগামীকাল নওগাঁর রাণীনগর উপজেলায় উপনির্বাচন

আব্দুর রউফ দুলু, মোসারব হোসেন ও মফিজ উদ্দিন প্রাংনওগাঁর রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে করেছেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, নির্বাচনের দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬০০ সদস্য মোতায়েন করা হবে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন, এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রাং।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই উপজেলায় মোট ভোটার এক লাখ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

প্রসঙ্গত, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে জাতীয় সংসদ উপনির্বাচনে অংশ নেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।