ওসির নামে চাঁদা আদায়, তিন জনের কারাদণ্ড

জয়পুরহাটে ইজিবাইক চালকদের কাছ থেকে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নামে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে তিন চাঁদাবাজকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদের এ শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও  হাবিবুল হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন আক্কেলপুর পৌর শহরের বিহারপুর মহল্লার ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা (২৫), একই মহল্লার বিরেন চন্দ্রের ছেলে অনন্ত কুমার (২৮) এবং উপজেলার  গোপীনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্কেলপুর কলেজ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন এলাকায়  ইজিবাইকস্ট্যান্ড থেকে মাসুদ রানা, সোহেল রানা ও অনন্ত কুমার নিয়মিত চাঁদা আদায় করছিলেন। কলেজ বাজার এলাকার এক দোকান কর্মচারী তার মোবাইল ফোনে ইজিবাইক থেকে চাঁদা আদায়ের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ছেড়ে দেন। জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদ গ্রামের বাসিন্দা তৌফিক হাসান ইজিবাইকে চাঁদাবাজির ভিড়িওচিত্রটি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নজরের আনেন। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দ্রুত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁনকে নির্দেশ দেন। ওসির নেতৃত্বে থানা পুলিশ মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট এলাকা থেকে তাদের হাতে নাতে আটক করলে তারা পুলিশের কাছে চাঁদা আদায়ের কথা স্বীকার করেন।

চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া মাসুদ রানা ও সোহেল রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটে লোকজন ও পুলিশ সদস্যদের সামনে বলেন, ‘ইজিবাইক থেকে তারা ১০ টাকা করে চাঁদা তোলেন। কেউ দেয়, কেউ দেয় না। প্রায় এক বছর থেকে তারা এ টাকা আদায় করছেন। ইজিবাইক চালক অনন্ত কুমার থানা পুলিশের নাম ভাঙিয়ে তাদের কাছ থেকে প্রতি মাসে ৯ হাজার টাকা নেন।

অনন্ত কুমার মাসে ৯ হাজার টাকা করে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘প্রতি রাতেই দুটি করে ইজিবাইক থানায় ডিউটি করে। এ কারণে খরচা বাবদ ওই টাকা নেওয়া হয়। এটি ওসি স্যার অবগত আছেন।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন বলেন, ‘থানায় কোনও ইজিবাইক দিয়ে রাতের বেলায় ডিউটি করানো হয় না। যদিও কখনও ডিউটি করানো হয় তাহলে নিজের পকেটের টাকায় ভাড়া পরিশোধ করি। কাজেই ইজিবাইক থেকে চাঁদা আদায়য়ের বিষয়টি জানা নেই। পুলিশের নাম ভাঙিয়ে কেউ যদি টাকা নেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘ইজিবাইক থেকে চাঁদা আদায়ের ভিডিওক্লিপ পাঠিয়ে শিক্ষার্থী তৌফিক হাসান ব্যবস্থা নেওয়ার আবেদন করলে আক্কেলপুর থানার ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। জয়পুরহাট জেলায় আমি কাউকে চাঁদাবাজি করতে দেবো না।’