রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন বুধবার

রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি শেষ করেছেন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভাপতিত্ব করবেন মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

এ উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত রাজশাহী নগর আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে এক প্রচার মিছিল বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয় রাজশাহী কলেজে। এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমান রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য ডা. আনিকা ফারিয়া জামান অর্ণা, মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। 

Rajshahi Chhatra League News 23.02 (8)জানা যায়, এবার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে বর্তমান সহসভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রাজশাহী কলেজ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপ, ফজলে রাব্বীসহ আরও কয়েক জনের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক একেএম সাফ্ফাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুন মুবিন সবুজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি প্রমুখ।

রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলনের জন্য সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে। আমরা সে অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আশা করছি, নির্ধারিত সময়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, বর্তমান সভাপতি ও সেক্রেটারি নতুন কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে না। এছাড়া বিবাহিত ও ২৯ বছরের ঊর্ধ্বে কেউ কমিটিতে থাকতে পারবেন না।

সভাপতি পদপ্রার্থী রাজশাহী কলেজ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম জানান, মহানগর ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে আওয়ামী-ছাত্রলীগ রাজনৈতিক অঙ্গনসহ রাজশাহীর ছাত্র সমাজেরও অনেক প্রত্যাশা আছে। যেটা নিয়ে আলোচনাও চলছে। সেই জায়গায় তিনি নিজের যথেষ্ট সম্ভাবনা দেখেন। তিনি সভাপতি নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত রেখে বর্তমান সিটি মেয়রসহ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার কাজ করবেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির মাস্টার্সের শিক্ষার্থী একেএম সাফ্ফাত হোসেন রিয়াদ জানান, তিনি এ পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন। কেননা তিনি তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসেছেন। তিনিসহ তার পরিবার বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এ পদে নির্বাচিত হলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানসহ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন।

প্রসঙ্গত, রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ এবং সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ দিন ধরে একই কমিটি দায়িত্ব পালন করায় সাংগঠনিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ।

জানা গেছে, ২০১৪ সালে রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

অধীনে থাকা পাঁচটি থানায় ২০১৭ সালের জুলাইয়ে সম্মেলন করে মহানগর ছাত্রলীগ। ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ৩০টিতে আংশিক কমিটি দেওয়া হয়। এর মধ্যে অধিকাংশ ওয়ার্ড কমিটিই পূর্ণাঙ্গ কমিটির রূপ পায়নি। তবে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি গঠন করা হয়।