হবিগঞ্জে বিএনপি প্রার্থীসহ ৪ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ ৪ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। জামানত হারানো অন্য প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী শামসুল হুদা (হাতপাখা) প্রাপ্ত ভোট-৫৭৯ ,স্বতন্ত্র প্রার্থী মো. বশিরুল আলম (কাওছার) মোবাইল প্রতীকে প্রাপ্ত ভোট ১৮১ ও গাজী মো. পারভেজ হাসান জগ প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ১৮৫ ।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থী জামানত হারান। সে । অনুযায়ী হিসেবে যদি কোনও প্রার্থী ওই পরিমাণ ভোট না পান তবে তার জামানত থাকবে না।

প্রসঙ্গত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম নৌকা প্রতীকে ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট।
ফলে বিজয়ী ও দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্রোহী ছাড়া বাকি প্রার্থীদের কেউ আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।