রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সম্রাট হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হরিয়ান স্টেশনের হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট কাটাখালী পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়ার আবদুল আলীমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-ছেলে মিলে পোল্ট্রি মুরগির ব্যবসা করেন তারা। সকালে কোনও এক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সম্রাট রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন।

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রাজশাহী থেকে একটি মেইল ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে সম্রাট নিহত হন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। তদন্ত চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।