আইসিইউ’র জন্য ঢাকা থেকে বগুড়ায় গিয়েও বাঁচতে পারলেন না গৃহবধূ

ঢাকার একটি হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে বগুড়ায় এসেও বাঁচতে পারলেন না করোনায় আক্রান্ত কুলসুম আরা (৪০) নামে এক গৃহবধূ। রবিবার (৪ এপ্রিল) সকালে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালটির মুখপাত্র আবদুর রহিম রুবেল এসব তথ্য জানান। 

স্বজনরা জানান, কুলকুম আরা নওগাঁ সদরের তিলকপুর ইউনিয়নের ডাকাহার গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। ওই দম্পতি পরিবার নিয়ে ঢাকায় বাস করেন। শনিবার কুলসুম করোনাভাইরাসে আক্রান্ত হন। তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু কোথাও তারা আইসিইউ বেড পাননি। উপায় না পেয়ে পরিবারের সদস্যরা আইসিইউ সেবা পেতে তাকে নিয়ে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের দিকে রওনা হন।

হাসপাতালটির মুখপাত্র আবদুর রহিম রুবেল জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূকে আমাদের এখানে আনা হয়। আইসিইউতে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তার মৃত্যু হয়।