কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

বগুড়া শহরে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ও পাটের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।

সরকারি বিধিনিষেধ অমান্য করে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অরবিট কোচিং সেন্টার খোলা রাখা হয়। বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। তিনি ওই কোচিং সেন্টারের মালিককে সংক্রামক রোগ আইনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে বগুড়ার কাহালুর আরবি অ্যাগ্রো লিমিটেডে ফিস ফিড ও পোল্ট্রি ফিডে পাটের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হচ্ছিলো। বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।