স্বস্তির বৃষ্টিতে ফল-ফসলের উপকার

রাজশাহীতে মুষলধারে টানা প্রায় এক ঘণ্টা বৃষ্টি হয়েছে। বুধবার (৫ মে) রাত ৮ টার দিকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত ভারী এবং পরে ঝিরিঝিরি বৃষ্টি হয়। এ সময় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক এসএম রেজোয়ানুল হক।

হঠাৎ এমন বৃষ্টিতে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্ট, গণকপাড়া, রেলগেট, উপশহর, পর্যটন মোটেল এলাকা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েন পথচারীরা। তবে বৈশাখের এ বৃষ্টিতে আম, লিচুসহ ফলের ব্যাপক উপকার হয়েছে। বৃষ্টির কারণে আম দ্রুত বড় হবে এবং ঝরে পড়া বন্ধ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।রাজশাহীতে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়

রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, খরার কারণে আম ঝরে পড়ছিল। আবার আম বড় হওয়ার সময় এখন। এই (৫ মে) বৃষ্টি আমের জন্য খুবই উপকারী। এতে আম দ্রুত বাড়বে এবং ঝরে পড়া বন্ধ হবে।রাজশাহীতে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়

তিনি আরও জানান, এটি শিলাবৃষ্টি নয়। বৃষ্টির সঙ্গে বাতাসও ছিল না। তাই ফসলের কোনও ক্ষতি হয়নি। কিছু বোরো ধান যেগুলো পেকেছে সেগুলো হয়তো কয়েকদিন পরে কাটতে হবে। কিন্তু এখন উফশী ধান লাগানো হচ্ছে। এই বৃষ্টিতে ধানের উপকার হয়েছে। আম, পাট, তিল ও ভুট্টাসহ অন্যান্য সবজি জাতীয় ফসলের চাষিরাও উপকার পাবেন।