চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শনে সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। রবিবার (৬ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এ সময় তিনি লকডাউন নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘গত দুই সপ্তাহের লকডাউনে এই জেলার করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংক্রমণ বেড়ে গেলে তা যেকোনও দেশের জন্যই চাপ।’ সংক্রমণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে করোনা সংক্রমণ ছড়াবে। স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনা সংক্রমণ কোনও ভাবেই আটকানো যাবে না। কোনও ভ্যারিয়েন্টই আলাদা করে কিছুই করতে পারবে না, যদি আমরা স্বাস্থ্যবিধি মানি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই।’

এর আগে সেব্রিনা ফ্লোরা দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে কোভিড-১৯ মোকাবেলায় সমন্বিত স্বাস্থ্য স্ক্রিনিং ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় যোগ দেন তিনি।