নাটোরে লকডাউন না মানায় ২৯ জনকে জরিমানা

করোনার সংক্রমণরোধে নাটোরে চলমান লকডাউনে বিধিনিষেধ না মানায় ২৯ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় চলছে কঠোর লকডাউন।বুধবার সকাল ৬টা থেকে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও প্রশাসন। সদর ও সিংড়া পৌর এলাকার প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে শহরের প্রাণকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। চলছে না গণপরিবহন। এ সময় বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৯ জনকে ২৯টি মামলায় ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।