খালাস শেষে অক্সিজেন নিয়ে নারায়ণগঞ্জের পথে শেষ ট্যাংকলরিটি

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ভারত থেকে দ্বিতীয় বারের মতো রেলপথে আসা ২০০ টন তরল অক্সিজেন খালাস শেষ হয়েছে। এরপর ভারতে ফিরে গেছে অক্সিজেনবাহী ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হয় ট্রেন থেকে সড়ক পথে পরিবহনের জন্য ট্যাংকলরিতে অক্সিজেন লোড করা। রাত সাড়ে ৮টার দিকে খালাস কার্যক্রম সম্পন্ন করে পৌনে ৯টার দিকে সর্বশেষ ট্যাংকলরিটি ২০ টন অক্সিজেন নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে।

এছাড়াও আগামী সপ্তাহের শুরুতেই রেলপথে দেশে আসার সম্ভাবনা রয়েছে আরও ২০০ টন তরল অক্সিজেন। যা এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনেই এসে পৌঁছাবে ও খালাস হয়ে সড়ক পথে নারায়ণগঞ্জে যাবে।

তরল অক্সিজেন লোড করা হয় ট্যাংকলরিতেবিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব এবং গ্যাস শাখার সরবরাহ ব্যবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কাইয়ুম মণ্ডল।

সুফিয়া আক্তার ওহাব বলেন, ‘বুধবার সকাল থেকে রাত পৌনে ৯টা নাগাদ ১০টি ট্যাংকলরিতে করে মোট ২০০ টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এবার বাল্ব বক্স স্টেশনের উলটো দিকে করে আনা হয়েছিল তাই একসঙ্গে ছয়টি ট্যাংকলরিতে লোড করা সম্ভব হয়েছে। আগামীতে ভারত থেকে অক্সিজেন নিয়ে আসা ট্রেনগুলোও এখানেই খালাস হবে।’ প্রতি সপ্তাহে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসার কথা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ভারত থেকে আসা ২০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে গত রবিবার সকাল পৌনে ১১টার দিকে পৌঁছায়। এরপর বুধবার সকালে আরেকটি অক্সিজেনবাহী ট্রেন আসার পর চলে খালাস কার্যক্রম। এ দিয়ে দুবারে ২০০ টন করে সর্বমোট ৪০০ টন অক্সিজেন রেলপথে দেশে আসলো। ইন্দো-বাংলা ট্রেনটি দুবারই ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে দশটি কন্টেইনারে করে এই তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অক্সিজেন খালাস করে।