রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

রফতানিমুখী শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে শনিবার (৩১ জুলাই) রাত ৮টায় দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। রবিবার (০১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচলের জন্য অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, লকডাউনে গণপরিবহন চলাচল শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। তাই দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রফতানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে রবিবার দুপুর পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। শনিবার রাতে তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।