বগুড়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

বগুড়ায় বাসের চাপায় আবু হাসান (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১ আগস্ট) সকালে শহরতলির মাটিডালি বিমান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কুরিয়া গ্রামের বাসিন্দা আবু হাসান। তিনি ঢাকায় মওলা ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় সেলাই মেশিন অপারেটর পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজে যোগদানের জন্য ঢাকায় ফিরতে অটোরিকশায় বগুড়া আসেন আবু হাসান। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি গাড়ির জন্য মাটিডালি বিমান মোড়ে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকাগামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস সেখানে আসে। হাসান সড়ক পার হওয়ার চেষ্টা করলে বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির চক্রবর্তী জানান, নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।