রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক জন। তাদের মধ্যে পুরুষ ৯ ও নারী ১০ জন। ১৯ জনের মধ্যে রাজশাহীর সাত, নাটোরের পাঁচ, পাবনার এক, চাঁপাইনবাবগঞ্জের চার ও নওগাঁর দুই জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩২ জন বাড়ি ফিরেছেন।

এদিকে সোমবার (২ আগস্ট) রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৪ শতাংশ। রবিবার শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১৭ শতাংশ, শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ, শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ, বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ এবং বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ।