ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিকআপের সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।

নিহতরা হলেন সেনা সৈনিক দীপঙ্কর (২৫) ও করপোরাল মেহেদী হাসান (৩৫)। আহতরা হলেন সার্জেন্ট ফিরোজ (৩৭), সৈনিক মাইনুল (২১) ও ল্যান্স করপোরাল ইমরান (৩০)। বাকি দুই জনের নাম জানা যায়নি।


ওসি মোসাদ্দেক হোসেন বলেন, হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সীমান্ত বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায় সেনাবাহিনীর পিকআপ। এতে সাত সেনাসদস্য আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, আহত অবস্থায় সাত সেনাসদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।