বন্ধুকে নিয়ে ভাগ্নেকে অপহরণ

নাটোরের বড়াইগ্রামে চাচাতো বোনের ছেলেকে অপহরণের অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার শিশু আলহাজকে (৮) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। উপজেলার বাগডোব-লক্ষ্মীকোল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে কামরুল হাসান। আর শিশু আলহাজ কামরুলের চাচাতো বোনের ছেলে।

লিটন কুমার সাহা জানান, গত ২১ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আলহাজ। পরদিন অজ্ঞাত একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে তার মুক্তিপণ বাবদ ৪০ লাখ টাকা দাবি করা হয়। পরে শিশুটির চিকিৎসার জন্য আরও ৩০ হাজার টাকা চায় তারা। ওই দিনই বড়াইগ্রাম থানায় মামলা করেন আলহাজের বাবা ফাদিল প্রামাণিক। 

তিনি আরও জানান, মামলার পর পাঁচটি টিম নিয়ে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। ওই দিন রাত ১০টার দিকে লক্ষ্মীকোল এলাকা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানান, টাকার লোভে ও বন্ধু রুবেলের পরামর্শে তাকে অপহরণ করেন। কাপড় ও চকলেট কিনে দেওয়ার কথা বলে আলহাজকে ভাড়ায় চালানো কারে তোলেন। পরে সিরাজগঞ্জের হাটিকুমড়ুল মোড়ে নিয়ে যান। সেখানে ঢাকা থেকে আসেন বগুড়ার দুপচাঁচিয়া এলাকার রুবেল। তার কাছেই আলহাজকে রাখেন কামরুল। 

এরপর কামরুলকে নিয়ে একটি টিম দুপচাঁচিয়া ও অপর টিম ঢাকায় যায়। রুবেলের বাসায় অভিযান চালিয়ে আলহাজ্বকে উদ্ধার করা হয়। এ সময় রুবেল পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।