আট দিন পর ৭১ যাত্রী নিয়ে চলাচল শুরু সি-ট্রাকের

যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বগুড়া-জামালপুর নৌপথে ফের চলাচল শুরু করেছে সি-ট্রাক শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত। মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১০টার দিকে সারিয়াকান্দির জামথল ঘাট থেকে কালিতলা ঘাটের উদ্দেশে সি-ট্রাকটি ছেড়ে যায়।

যান্ত্রিক ত্রুটির কারণে গত আট দিন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এটির ইজারাদার জাহেদুর রহমান উজ্জ্বল তালুকদার জানান, দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ আগস্ট বগুড়া-জামালপুর নৌপথে সি-ট্র্রাক চলাচল শুরু হয়। ১১ দিনের মাথায় ২৩ আগস্ট ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীসেবা বন্ধ হয়ে যায়।  সেদিন জামথল ঘাট ছেড়ে যাওয়া সি-ট্রাক মাঝ যমুনায় বিকল হলে পরে উদ্ধারকারী ফেরির মাধ্যমে ঘাটে আনা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে একদল প্রকৌশলী ও
মেকানিক এসে মেরামত কাজ শুরু করেন। চলাচলের উপযোগী হওয়ায় আজ বেলা সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে কালিতলা ঘাটের দিকে রওনা হয়।

তিনি আরও জানান, এখন থেকে পূর্বের মতো প্রতি সকাল ১০টায় জামথল ঘাট থেকে এবং দুপুর ২টায় কালিতলা ঘাট থেকে সি-ট্রাকটি চলাচল করবে।

নৌযানটির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মেরামত কাজ সম্পন্ন হওয়ায় যাতায়াত শুরু হয়েছে। এটি চালু হওয়ায় জামথল ও কালিতলা ঘাটে জনসমাগম বেড়েছে।