নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা

রাজশাহী নগরীতে নেশার টাকার জন্য ছুরিকাঘাত করে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জুয়েল হোসেন (৫০)। আর ঘাতক ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আজ দুপুরে মাদক কেনার জন্য তার বাবার (জুয়েল) কাছে টাকা চায় পিয়াস। এ সময় টাকা দিতে আপত্তি জানালে ঘরে থাকা ছুরি দিয়ে বাবাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আটক পিয়াসকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।